টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

প্রকাশিতঃ 5:11 pm | November 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছে।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেছেন বলে শুনেছি। তবে তার নাম এখনও জানা যায়নি।

অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে মহড়া ছিল। কিন্তু শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের এফ ৭ পিজি বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আরিফের মৃত্যু হয়।

তিনি জানান, দুর্ঘটনার পর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ ও মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

কালের আলো/এনএল/এমএইচএ