পুরুষ নারীর শরীরের প্রতি দুর্বল!
প্রকাশিতঃ 6:56 pm | January 27, 2018
পারভেজ আখতার:
সৃষ্টিগত ভাবেই পুরুষ নারীর শরীরের প্রতি দুর্বল৷ বেশিরভাগ পুরুষই তার চেয়ে কম বয়সি নারীকে বিয়ে করে৷ বিয়ের পর কিছু পুরুষের রুচির পরিবর্তন হতে থাকে৷ স্ত্রীর দিকে দৃষ্টি কমিয়ে কম বয়সি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়৷ বিশেষ করে নিজ কন্যার বয়সি নারীকেই ভালোবেসে ফেলে৷
নানাবিধ প্রলোভন দেখিয়ে কন্যার বয়সি নারীকে আকর্ষিত করে তার প্রতি৷ ভেঙে যায় অনেকের পূর্বের সাজানো সংসার৷ অনেকেই আবার প্রতারিত হয়৷ এই তো চলছে জগতের খেলা৷
পুরুষের এ খেলা আজকাল নেশা এবং ফ্যাশনে রূপ নিচ্ছে ৷ ধনবান পুরুষের সাথে প্রণয় অতঃপর তাকে বিয়ে করা কিছু নারীর আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ এটাকে লোভ এবং রোগও বলা যেতে পারে৷
নারী দিনে দিনে আত্মনির্ভরশীল হতে শিখছে৷ সেই সাথে শিখছে আরও অনেককিছু৷ তার মধ্যে অসম প্রেম অন্যতম৷ আজকাল যেন অসম প্রেমের প্রতিযোগীতা শুরু হয়েছে৷
স্থান, কাল এবং পাত্র ভেদে সবকিছু যেখানে বিবেচনার বিষয় ছিল আজ তা কোথায় গিয়ে ঠেকছে বলাই বাহুল্য৷ আমি একজন নারী হয়ে অন্য নারীর বিপক্ষে লিখছি এটা আমার দাম্বিকতা নয়৷ নারীকে সচেতন করা এবং সবাইকে জানানো উচিত বলে আমি মনে করি৷
বয়সের বিস্তর তফাৎ সত্ত্বেও কিছু পুরুষের প্রেমে পড়ছে কিছু নারী৷ ভালোভাবে খেয়াল করে দেখুন সেসব পুরুষের মধ্যে একজনকেও পাবেন না যে কী না গরীব বা দুস্থ৷ ধনবান বা ক্ষমতাধর বিস্তর বয়সের তফাৎ থাকা পুরুষটার প্রেমে পড়ছে লোভী নারী৷
কিছু পুরুষ যুগে যুগেই কিছু নারীকে ধোকা দিয়ে আসছে তা আমরা কমবেশি সবাই জানি৷ তাই বলে নারী যে একদমই কোন পুরুষকে ধোকা দিচ্ছে না তা কিন্তু নয়৷ পুরুষের পাশাপাশি আজকাল নারীও এ খেলায় অংশ নিয়েছে এবং অনেক এগিয়ে গেছে৷
আমি মনে করি এ খেলায় যে পুরুষ অংশ নেয় সে বোকা আর যে নারী অংশ নেয় সে আরও বোকা৷ একজন নারীর সাজানো গোছানো সংসার ভেঙে দেয় যে নারী সে বোকা ছাড়া অন্যকিছু নয়৷
(ফেসবুক থেকে সংগৃহীত)