নির্বাচনকে ঘিরে ৬ লাখ সদস্য নিয়ে মাঠ সাজাচ্ছে পুলিশ
প্রকাশিতঃ 2:17 pm | November 24, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচনকে ঘিরে ৬ লাখ সদস্য নিয়ে মাঠ সাজাচ্ছে পুলিশ। পুলিশ র্যাব আনসারসহ সংশ্লিষ্ট ৬ লাখ সদস্য একসাথে ইসির নির্দেশনায় নির্বাচনকালীন সময়ে মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে ।
আসন্ন একাদশ জাতীয় নির্বাচন ঘিরে যেসব এলাকায় সহিংস ঘটনা ঘটতে পারে বা ঘটার আশঙ্কা রয়েছে সেসব এলাকা চিহ্নিত করা হয়েছে। রাজধানীরসহ সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বাছাই করে রেড, ইয়োলো, গ্রিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই কেন্দ্র গুলো মাথায় রেখে পুলিশ সদস্য সংখ্যা বাড়ানো হবে। কেন্দ্র বিবেচনায় ১৫ থেকে ২০ জন করেও জনবল রাখা হতে পারে।
সম্প্রতি পুলিশ সদর দফতরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও নির্বাচনকালীন সময়ে কীভাবে ম্যানেজমেন্ট করা হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পুলিশ প্রশাসনের কারণে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। সেজন্য পুলিশ সদস্যদের নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযত ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে দূত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের সময় দেশের যেসব জেলা ও উপজেলায় সহিংসতা হয়েছিল সেগুলোকে চিহ্নিত করে পুলিশ ওই এলাকা গুলোতে সর্বোচ্চ নিরাপত্তাবলয় তৈরি করার পরিকল্পনা গ্রহণ করছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাগজে-কলমে পরিকল্পনা তৈরি করা হয়েছে।
এদিকে পুলিশের উচ্চ পদস্থ এক কর্মকর্তা সূত্রে জানা যায়, নির্বাচন ঘিরে এখন সারা দেশ সরগরম। বিশেষ করে রাজধানীতে নির্বাচনকালীন উত্তাপের ফলে আপাতত ঢাকা কেন্দ্রিক বিশেষ দৃষ্টি রাখা হয়েছে। কেননা দলীয় মনোনয়ন পাকাপোক্ত করতে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন ঢাকায় অবস্থান করছেন।
সবশেষে নির্বাচন কালীন পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যেসব নির্দেশনা দিয়েছে তা যথাযথভাবে করার জন্য পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তাছাড়া বৈঠকে ফোর্স ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, ও কমিউনিকেশন ম্যানেজমেন্টের দিক-নির্দেশনা মূলক আলোচনা হয়েছে। সুষ্ঠ নির্বাচনী পরিবেশ রাখার জন্য পুলিশের কর্ম পরিকল্পনা শেষ এখন বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
কালের আলো/এএম/এমএইচএ