৬ আসনের সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত

প্রকাশিতঃ 6:15 pm | November 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় নির্বাচনের ৬টি আসনের সব কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

শনিবার(২৪ নভেম্বর) বিকালে কমিশনের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

এসময় তিনি আরও জানান, কোন ছয়টি আসনে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে তা আগামী ২৮ নভেম্বর দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের হেলালুদ্দীন বলেন, ইভিএম বিষয়ে এই সিদ্ধান্ত নেয়ার আগে কেন্দ্রের অবস্থা, সক্ষমতা সব বিষয় মাথায় রাখা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনীনৈতিক দলগুলোর কড়া বিরোধিতার মুখে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তবে এ বিষয়ে ঐক্যফ্রন্টের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

কালের আলো/এএল/এমএইচ