আবার বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া

প্রকাশিতঃ 7:36 pm | November 24, 2018

কালের আলো প্রতিবেদক:

উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা ফারজানা ব্রাউনিয়াকেই বিয়ে করেছেন। বর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

শনিবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ব্রাউনিয়া বলেন, ‘আমাদের ভালো বোঝাপড়ার ভিত্তিতেই এ বিয়ে হয়েছে। আমরা দুজন ও আমাদের দুই পরিবারের সবাই একমত হওয়ার পরই আমরা বিয়ের সিদ্ধান্তে গেছি। তবে আমাদের মধ্যে পরিচয় কাজের সূত্রে। ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়।’

গত ৬ নভেম্বর সারওয়ার্দী ও ব্রাউনিয়ার আক্‌দ হয়। বিয়ের নিবন্ধন হয় ১৬ নভেম্বর। আগামী ২৬ নভেম্বর বিবাহোত্তর সংবর্ধনা হবে বলে জানান ব্রাউনিয়া। তবে গত ২০ নভেম্বর সাভার গলফ ক্লাবে পাশ্চাত্য শৈলীতে বিয়ের ফটোসেশনে অংশ নেন এই নবদম্পতি।

ব্রাউনিয়ার সঙ্গে বিয়ে নিয়ে সারওয়ার্দী বলেন, ‘আশা করছি, আমরা দুজনের পাশাপাশি দুই পরিবারও সুখী হবে।’

কালের আলো/ডিএম/এমএইচএ