হুবুহু নামে ভূয়া নিউজপোর্টাল, অভিযুক্ত যুবক গ্রেফতার

প্রকাশিতঃ 8:18 pm | November 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের ২২টি নিউজপোর্টাল নকলের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন এলাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) হাতে গ্রেফতার ব্যক্তির নাম এনামুল হক।

গত বুধবার ‘নিখোঁজ’ হয়েছিলেন পাবনার ফজলুল হকের ছেলে এনামুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী এনামুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোরিয়ায় বসে দেশের বিভিন্ন অনলাইন নিউজপোর্টালের ২২টি নকল সাইট পরিচালনা করতেন এনামুল। মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতেন তিনি।

এনামুলের স্বজনরা জানিয়েছেন, গত বুধবার রাতে আশকোনার একটি বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন বৃহস্পতিবার রাতে ‘অপহরণকারী’ পরিচয়ে ফোন আসে স্বজনদের কাছে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পরিবারের পক্ষ থেকে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কালের আলো/এনএম/এমএইচএ