দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯০০

প্রকাশিতঃ 6:15 pm | July 17, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্তের সংখ্যা ৯০০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯০০ জন।

রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৩৪ জনের। মারা যাওয়াদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫৯ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭৫ জন। আজ করোনায় মারা যাওয়া ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৮৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে আট হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ এবং আট হাজার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১.দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

কালের আলো/ডিএস/এমএম