কল্পিত ঘটনায় জনপ্রশাসন সচিবকে ঘিরে রিজভীর মিথ্যাচার, কড়া প্রতিবাদ

প্রকাশিতঃ 8:27 pm | November 25, 2018

কালের আলো ডেস্কঃ
জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ সহ তিন সচিবের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কিছু কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ জানিয়েছিল বিএনপি।

সেই গোপন বৈঠকের ব্যপারে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচির রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জন প্রশাসন সচিব ফয়েজ আহমে।

রিজভী যে তারিখে গোপন বৈঠকের অভিযোগ এনেছেন সেই দিন জনপ্রশাসন সচিব দাফতরিক কাজ শেষে রাত ৮টায় অফিস ত্যাগ করেন বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে।

‘বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় জনপ্রশাসন সচিবকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শীর্ষক প্রতিবাদলিপিতে বলা হয়, গত ২৪ ও ২৫ নভেম্বর প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় পুলিশ ও প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য দেন। কল্পিত ঘটনায় তিনি জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদকেও জড়িয়ে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও বিভ্রান্তিকর।

‘সংবাদে যে তারিখ ও সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেই তারিখ ও সময়ে জনপ্রশাসন সচিব মন্ত্রণালয়ের দাফতরিক কাজ সম্পাদন শেষে রাত আটটায় পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে অফিস ত্যাগ করেন। ওইদিন তিনি অফিসার্স ক্লাবেই যাননি। অথচ তাকে জড়িয়ে মিথ্যা প্রপাগণ্ডা ছড়ানো হয়েছে, যা ওই কর্মকর্তার সুনাম ও সম্মান হানিকর।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মমিনুল হক স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে জনপ্রশাসন সচিবকে উদ্ধৃত করে বলা হয়, তিনি বলেন (জনপ্রশাসন সচিব), অসত্য বক্তব্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।

এ ধরনের অসত্য বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।

কালের আলো/এএম/এমএইচএ