বরিশাল বিভাগে মনোনয়ন পেলেন কারা?
প্রকাশিতঃ 10:22 pm | November 25, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে সর্বত্র। শহর থেকে গ্রাম সর্বত্র চায়ের কাপে ঝড় তুলছে নির্বাচনী আলাপ। প্রায় এক দশক পর একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের অপেক্ষায় দেশবাসী।
এদিকে রোববার সকাল ১০ টা থেকে রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে থেকে প্রার্থীদের হাতে সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত মনোনয়ন চিঠি দেওয়া শুরু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লাহ্ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস (বরিশাল-২), পংকজ নাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ ও কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম (বরিশাল-৫), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মো. জাহাঙ্গীর কবির (বরগুনা-১), শওকত হাচানুর রহমান (রিমন) (বরগুনা-২), খোন্দকার শামসুল হক ও আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও এস এম শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), মহিব্বুর রহমান মহিবকে (পটুয়াখালী-৪) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
আর তোফায়েল আহমেদ (ভোলা-১), আলী আজম (ভোলা-২), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪),বজলুল হক হারুন (ঝালকাঠি-১), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), শ ম রেজাউল করিমও (পিরোজপুর-১) পেয়েছেন চিঠি।
কালের আলো/এএম/এমএইচএ