বাবা-ছেলে দু’জনই পেলেন আ’লীগের মনোনয়ন

প্রকাশিতঃ 8:06 am | November 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
মোট ৩০০ আসনের মধ্যে ২৩০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বাকি আসন গুলোতে জোটের অন্যান্য দলের জন্যে রেখেছে তারা।

তবে জোটের প্রয়োজনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩০ আসনেও হের ফের হতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে তাদের হাতে দলের মনোনয়ন পাওয়ার চিঠি তুলে দেওয়া হয়।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পিতা-পুত্র। তারা হলেন, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ ফারহান নাছের তন্ময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিন নৌকা প্রতীকে লড়বেন বাগেরহাট-১ আসনে (চিতলমারী, মোল্লারহাট, ফকিরহাট)।

অন্যদিকে বাগেরহাট-২ আসনে (সদর ও কচুয়া) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ হেলালের ছেলে শেখ ফারহান নাছের তন্ময়।

কালের আলো/এএম/এমএইচএ