আ’লীগের ইশতেহারে তরুণদের গুরুত্ব দেয়ার নির্দেশ শেখ হাসিনার
প্রকাশিতঃ 3:39 pm | November 26, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলোধ
আসন্ন সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিজ দলের নির্বাচনী ইশতেহারে তরুণদের আকৃষ্ট করতে কর্মসূচি রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ (সোমবার) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোটাররা সব আসনে ভোট দিতে পারবেন।
কালের আলো/এনপি/এমএইচএ