মিউজিক্যাল ফিল্ম ‘সাঁই’ মুক্তি পাচ্ছে বুধবার
প্রকাশিতঃ 2:08 am | November 27, 2018

নিজস্ব প্রতিবেদেক, কালের আলো:
তরুণ সঙ্গীত শিল্পী ডি এইচ আকাশের ব্যতিক্রমী ‘সাঁই’ গানের মিউজিক্যাল ফিল্ম মুক্তি পাচ্ছে আগামীকাল বুধবার (২৮ নভেম্বর)।
ধ্রুব মিউজিক স্টেশনের ফোক ইউটিউব চ্যানেল ধ্রুব মিউজিক কটেজ থেকে প্রকাশিত হচ্ছে এ গানের ভিডিও। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হিসেবে আছেন সোহেল আহমেদ, ফারজানা রিক্তা ও দীপক কর্মকার।
মনিন রনি’র কথা ও সুর করা গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জেড এইচ বাবু এবং ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজিন খান।
‘সাঁই’ গান সম্পর্কে শিল্পী ডি এইচ আকাশ বলেন, এটি একটি ফোক গান। এতে শ্রোতারা গতানুগতিক ধারার বাইরে ভিন্নতা খুঁজে পাবেন। ভবিষ্যতে আরও ভাল কাজ উপহার দিতে সবার কাছে দোয়া কামনা করেছেন তরুণ এ সঙ্গীতশিল্পী।
ধ্রুব মিউজিক কটেজের লিংক:
কালের আলো/ওএইচ