ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা ইতিবাচক : ফখরুল

প্রকাশিতঃ 1:01 pm | November 27, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন বণ্টনের বিষয়ে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠক হয়।

বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে লড়ব।’

মির্জা ফখরুল বলেন, ‘দলগুলোর মধ্যে তো আসনের সমস্যা সেটাকে দূর করার সমস্যা তো থাকবেই। সেটার জন্যেই আলাপ-আলোচনা হচ্ছে। আমরা আজকে ওনাদের সঙ্গে এটার জন্যই বসেছি। অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ভালো ফল পাবো বলে আমরা আশা করি।’

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

কালের আলো/এম/এমএইচএ