মনোনয়নপত্র জমা দিলেন মতিয়া চৌধুরী
প্রকাশিতঃ 3:10 pm | November 27, 2018
কালের আলো প্রতিবেদক:
শেরপুর ২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে বেগম মতিয়া চৌধুরী উপজেলা দক্ষিণ বাজার এলাকায় ব্যবসায়ী ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিয় করেন।
এ সময় তিনি বলেন, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য পরিশ্রম করেছেন। তাই আমি নকলা-নালিতাবাড়ী আসনের জনপ্রতিনিধি। আপনাদের সেই রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেই আবার জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সরকারি পতাকাবাহী কোনো গাড়ি ব্যবহার করেননি। ব্যক্তিগত গাড়ি দিয়ে মনোনয়পত্র জমা দিতে যান।
প্রসঙ্গত, বেগম মতিয়া চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থী শেরপুর ২ আসন থেকে নির্বাচন করায় সকলের দৃষ্টি থাকে এ আসনটির ওপর। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মতিয়া চৌধুরী ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে এমপি নির্বাচিত হন।
কালের আলো/এনএম/এমএইচএ