মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় চারজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

প্রকাশিতঃ 3:30 pm | November 27, 2018

কালের আলো প্রতিবেদকঃ

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্কুলছাত্র জহিরুল ইসলামকে ছয় টুকরো করে হত্যা ও লাশ ঘুমের মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ শহিদুল আলম ঝিনুক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাকিবুল, সুলতান, সোহেল ও রাকিব। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল, সজিব ও আকিবুল। এ ছাড়ও শরিফুল ইসলাম নামে এক আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুলতান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সজিব পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ উপজেলার খাসের চর গ্রামের খোকন মিয়ার স্কুলপড়ুয়া ছেলে জহিরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামিরা ছয় টুকরো করে হত্যার পর মরদেহ গুম করে। ঘটনার তিনদিন পর উপজেলার বাস্তা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালের আলো/এনএ/এমএইচএ