জাতির পিতার স্মরণে দুটি ছড়া

প্রকাশিতঃ 5:19 pm | August 14, 2022

সাহিত্য ডেস্ক, কালের আলো:

আলাউদ্দিন হোসেন

১. শ্রেষ্ঠ বাঙালি

তুমি ছিলে তুমি আছো
থাকবে সারাক্ষণ,
তোমার জন্য সদা কাঁদে
কোটি বাঙালি মন।

ইতিহাসের পাতায় পাতায়
থাকবে আজীবন,
তোমার মতো বাঙালিকে
ভুলবে না এ মন।

তুমি হিম্মত তুমি গর্জন
তুমি জয়ের শক্তি,
আমরা তোমার অনুসারী
করে যাবো ভক্তি।

তুমি ত্যাগী তুমি বাঙালি
তুমি মোদের প্রাণ,
লাল-সবুজ পতাকা তলে
গাইব তোমার গান।

২. মহানায়ক

তুমি গড়েছো সোনার বাংলা
ঘোষণা দিয়ে যুদ্ধ,
তোমার ডাকে সাড়া দিয়ে
কিশোর-যুবক-বৃদ্ধ।

তোমার ডাকে সাড়া দিয়ে
লক্ষ-কোটি লোক,
ভোগের বদলে রক্ত ঢেলে
জীবন করেছে ত্যাগ।

তুমি নায়ক-মহানায়ক
বাঙালিদের ঘরে,
বীর বাঙালি মনে-প্রাণে
তোমায় ভক্তি করে।

কালে কালে এই জাতি
করে যাবে শ্রদ্ধা,
তুমি বাংলার মহানায়ক
তুমি অমর যোদ্ধা।

কালের আলো/এমএইচ/এসবি