নানা আয়োজনে কঙ্গোতে শোক দিবস পালিত

প্রকাশিতঃ 10:44 pm | August 18, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

নানা আয়োজনে ডিআর কঙ্গোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছেন ডিআর কঙ্গোর বাংলাদেশি কন্টিনজেন্ট।

শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ডিআর কঙ্গো বুনিয়ায় অবস্থিত বধির ও শ্রবণশক্তিহীন স্কুলের (Deaf and Dumb Community School) ছাত্রদের মধ্যে কৃষি কাজের জন্য বিভিন্ন সবজির বীজ, স্টেশনারী ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, অনুষ্ঠানে নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বধির ও শ্রবণশক্তিহীন স্কুলের (Deaf and Dumb Community School) ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রকার সবজির বীজ, স্টেশনারী সামগ্রী ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।

জানা যায়, বধির ও শ্রবণ শক্তিহীন স্কুল (Deaf and Dumb Community School) এর ৩০ জন ছাত্রকে বাংলাদেশি কন্টিনজেন্ট (BAN HO SP & SIG COY/17) কর্তৃক দুই সপ্তাহ ব্যাপী কৃষি কাজের জন্য সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে জমি তৈরী, বীজ বপন, চারা উৎপাদন, সার ও কীটনাশক প্রয়োগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশি কন্টিনজেন্ট কর্তৃক প্রদত্ত সবজির বীজগুলোর মাধ্যমে চাষাবাদ করে এই দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যেই অত্র কন্টিনজেন্টের এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানে নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম বলেন, দেশের আর্থ-সামাজিক মান উন্নয়নে বধির ও শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী লোকজনও অংশগ্রহন করতে পারে। শান্তি প্রতিষ্ঠা করতে এসে পরিলক্ষন করি যে, সমাজের এক শ্রেণীর অবহেলিত মানুষকে পাশে ফেলে দেশে শান্তি বা উন্নতি আসতে পারে না। সবাইকে একসাথে এগিয়ে নিয়েই কঙ্গোতে শান্তি বা উন্নতি আনতে হবে।

তিনি আরও বলেন, একজন প্রতিবন্ধী মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলেই সম্মানজনক জীবন-যাপন করতে পারবে। তারা কৃষিকাজ করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতিতেও অংশগ্রহন করতে পারে। সেই প্রয়াসকে লক্ষ্য রেখেই আমরা শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী লোকজনকে কৃষিকাজের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কঙ্গোতে প্রচুর অনাবাদী উর্বর পতিত জমি রয়েছে, এর পূর্ণাঙ্গ ব্যবহার করলে সমগ্র দেশ কৃষি ও অর্থনীতিতে সাবলম্বী ও সমৃদ্ধ হবে। এই প্রচেষ্টা এখানে শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সাহায্য করবে।

এছাড়াও নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম প্রশিক্ষণ গ্রহণকারী ছাত্রদের কর্তৃক প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রস্তুতকৃত বীজতলা ও সবজি বাগান পরিদর্শন করেন এবং তাদের একাগ্রতা ও কর্মস্পৃহার ভূয়সী প্রশংসা করেন।

কালের আলো/ডিএস/এমএম