বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. জাহিদের আপিল খারিজ

প্রকাশিতঃ 1:44 pm | November 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ড স্থগিত চেয়ে ড্যাব নেতা ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. এ জেড এম জাহিদ হোসেনের আবেদন আপিল বিভাগেও খারিজ করে দেওয়া হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের ফলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াসহ দণ্ডপ্রাপ্তরা আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর আগে গতকাল মঙ্গলবার বিচারিক আদালতে দুই বছরের সাজা হলে আপিল বিচারাধীন অবস্থায় কোনো প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। দুর্নীতির দায়ে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজের রায়ে এই সিদ্ধান্ত জানায় আদালত।

এর ফলে আমানসহ ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল ওয়াদুদ ভূইয়া, আব্দুল ওহাব ও মশিউর রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে গতকালই জানিয়েছেন আইনজীবীরা।

এদিন হাইকোর্টের এই আদেশের পর পরই আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে দণ্ড স্থগিত চেয়ে আবেদন জানিয়েছিল ড্যাব নেতা জাহিদ। পরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।

ওই আবেদনের পক্ষে ড্যাব নেতা জাহিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে ছিলেন মো.খুরশিদ আলম খান। শুনানি শেষে আবেদনের ওপর ‘নো অর্ডার’ আদেশ দেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি সমর্থক চিকিৎসকদের নেতা জাহিদ হোসেনের ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার রায় হয়েছিল ২০০৮ সালের ২৫ মে মাসে। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের ওই রায়ের পর ২০০৯ সলের ৩ জুন তিনি হাইকোর্টে আপিল করে জামিন পান।

কালের আলো/পিএম/এমএইচএ