নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল পাশা

প্রকাশিতঃ 6:44 pm | November 28, 2018

কালের আলো ডেস্ক:
কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

বুধবার(২৮ নভেম্বর) সেনা কর্মকর্তা মোস্তফা কামাল পাশাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অপরদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেছেন উপসচিব মোহাম্মদ আব্দুল লতিফ।

এর অনুলিপি পাঠানো হয়েছে বিভিন্ন সরকারি মন্ত্রনালয়, কার্যালয় ও কর্মকর্তা বরাবর।

কালের আলো/এএম/এমএইচএ