বিশ্বে করোনায় আরও ১৮০১ জনের মৃত্যু

প্রকাশিতঃ 10:56 am | August 27, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ১৩০ জন।

শনিবার (২৭ আগস্ট) সকালে করোনার হিসেব রাখার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন করোনা শনাক্ত হয়েছে জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে ৩১২ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ব্রাজিলে ১৩৬ জন, জার্মানিতে ১০১, ইতালিতে ৯৯ জন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াতে ৮১, স্পেনে ৭০, মেক্সিকোতে ৬৪, অস্ট্রেলিয়ায় ৫৫ জন, ফ্রান্সে ৫১ জন এবং ইরানে ৩৫ জন মারা গেছেন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৭১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

কালের আলো/এমএইচ/এসবি