সেনা প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিতঃ 2:03 am | November 29, 2018

কালের আলো ডেস্ক :

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে তিনি সৌজন্য সাক্ষাত করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

এর ঠিক দুই দিন আগে সোমবার (২৬ নভেম্বর) সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র সেনাবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন।

কালের আলো/ওএইচ/এএ