দুই জেলায় সড়কে ঝরলো ৬ প্রাণ
প্রকাশিতঃ 9:44 am | November 29, 2018
কালের আলো ডেস্ক:
দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার রাতে ফেনী সদর উপজেলা ও সিরাজগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী বাজারসংলগ্ন রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- আবুল বশর (৫৫), মো. দোলন (৩২) ও মনসুর আহম্মদ (২৬)। আট বছর বয়সী শিশুটির নাম জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে।
তারা হলেন- মাসুম (২৫), মো. দুলাল (৪০), বাসচালক মনির (৪৪) ও চালকের সহকারী আবদুর রহিম (২২)। বাসচালক মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, সন্ধ্যায় কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, এতে এক শিশুসহ বাসের চার যাত্রী নিহত হয়। আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই স্থানীয় লোকজন বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত সোয়া ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। হতাহতদের নাম এখনও জানা যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি রডবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন দুইজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে হাসপাতালে পাঠান। হতাহতরা ট্রাকের ড্রাইভার বা হেলপার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
কালের আলো/এমএইচএ