নারায়ণগঞ্জে বাপ-বেটার লড়াই!

প্রকাশিতঃ 2:27 pm | November 29, 2018

কালের আলো প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ছেলে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ কায়সার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাবা-ছেলে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী শাহ আলমকে ঠেকাতেই বাবা-ছেলে প্রার্থী হয়েছেন।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. রাব্বি মিয়ার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন থেকে ছিটকে পড়া গিয়াস উদ্দিন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আর বুধবার তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার আইনজীবী মাসুম ও টুটুল।

অপরদিকে বাবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গিয়াস উদ্দিনের ছেলে কায়সার।

এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে বাবা-ছেলে ছাড়াও মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশ।

কালের আলো/এমএইচএ