সব পেলেও কেবল গোলটাই পাচ্ছেন না মেসি
প্রকাশিতঃ 12:06 pm | September 04, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটিতে ৩-০ গোল ব্যবধানে জয় দেখেছে লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি।
ম্যাচটিতে জোড়া গোল করেছেন তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে এবং অন্য গোলটি এসেছে নুনো মেন্ডেজের পা থেকে। তবে ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
সাম্প্রতিক সময়ে ম্যাচে সব পেলেও কেবল গোলটাই যেন ধরা দিতে চায় না মেসির পায়ে। চলতি সিজনে ইতোমধ্যে ৩ গোল করে ফেলেছেন মেসি। তবে সেটিও তিন ম্যাচ আগে। এরপর আরও ৪ অ্যাসিস্ট করলেও, বিগ চান্স ক্রিয়েট করলেও, গোলবারের বাধায় যেন গোলই পাচ্ছেন না মেসি। তবুও ম্যাচে মেসি ইফেক্টের জন্য ম্যাচসেরার পুরস্কার এই ফুটবলারকেই দিতে যেন বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।
নঁতের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও মেসি দুটি অ্যাসিস্ট করেছেন। যে ২ অ্যাসিস্ট থেকে জোড়া গোল করেছেন এমবাপ্পে। ম্যাচে একটি বড় সুযোগও তৈরি করেছেন এই আর্জেন্টাইন। কিন্তু জালটা আর খুঁজে পাননি। এ ছাড়াও কি-পাস কিংবা ম্যাচে অ্যাকুরেসির কারণে ম্যাচে সোফাস্কোর রেটিংয়ে ৯ পেয়েছেন মেসি।
চলতি সিজনে এখন পর্যন্ত ছয়টি অ্যাসিস্ট করেছেন মেসি, যা চলতি সিজনে যেকোনো লিগের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়াও মেসি পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ২০ অ্যাসিস্ট করেছেন ৩২ ম্যাচে। পিএসজির জার্সিতে মেসির চেয়েও কম ম্যাচে ২০ অ্যাসিস্ট করেছেন আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া।
কালের আলো/এমএইচ/এসবি