কাল শুরু হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘ইন্ট্রা স্প্রিং ফুটবল চ্যাম্পিয়নশিপ’

প্রকাশিতঃ 2:29 pm | September 10, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্প্রিং-২২’ সেশনের আয়োজনে আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্ত:সেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ‘ইন্ট্রা স্প্রিং’২২’।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮.৩০ থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিকের দি স্টেডিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে ৮টি দল পরস্পরের সাথে প্রতিযোগীতায় অংশ নিবে এবং সেমিফাইনালে ৪টি এবং ফাইনালে জয়ী দুই দল অংশ নিবে।

আয়োজকরা জানিয়েছে, মূলত ব্যাচ থেকে আন্ত:বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টিম বের করা এবং নিজেদের সম্পর্ক দৃঢ় করতেই এ আয়োজন।

আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন গণমাধ্যমে কালের আলো, টুর্নামেন্ট স্পন্সর মেট্রো এ/সি এবং ফটোগ্রাফি পার্টনার ‘রেখাচিত্র’।

কালের আলো/ডিএস/এমএম