অতীতের জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিৎ : ডা. জাফরুল্লাহ
প্রকাশিতঃ 2:28 pm | November 30, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অতীত কর্মকাণ্ডের জন্য জামায়াতের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার দুপুরে নির্বাচনে সব প্রার্থীর সমান সুযোগ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জামায়ত ইসলামীর সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া। তাদের নিজের জন্য না পিতার জন্য। তাদের অতীতের জন্য। আমার পিতা যদি অন্যায় করে থাকে তবে তার দায় তো আমার ওপরে বর্তাবে না। তবুও পিতার জন্য ক্ষমা চাওয়া উচিত।’
এসময় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের তাগিদ দেন তিনি।