বিশ্বে করোনায় মৃত্যু ১৩শ’র বেশি, শনাক্ত সাড়ে ৪ লাখ

প্রকাশিতঃ 11:18 am | September 14, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩১০ জনের। করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৪৯ হাজার ৯৬৬ জন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্যে বলা হয়েছে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৫ লাখ ২০ হাজার ৪৪৭ জন এবং মোট সংক্রমণের সংখ্যা ৬১ কোটি ৪৭ লাখ ৮ হাজার ২৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৯ হাজার ৭৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে ২৮৭ জনের। আর দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। যেখানে সংক্রমণের সংখ্যা ৩১ হাজার ৪৯২ জন।

কালের আলো/এমএইচ/এসবি