এবার চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বাফুফে সহ-সভাপতির

প্রকাশিতঃ 3:56 pm | September 21, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নারীদের সাফজয়ী বাংলাদেশ দলকে এবার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান।

বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনাদের বরণ করতে গিয়ে এই ঘোষণা দেন তিনি। একাধারে তিনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি ও তমা গ্রুপেরও চেয়ারম্যান। তিনি ঘোষণা দেন, এই পুরস্কার তমা গ্রুপের পক্ষ থেকে দেওয়া হবে।

তার আগে সকালে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

বিমানবন্দরে সাবিনারা অবতরণ করেন দুপুর ১টা ৪৫ মিনিটে। নামার পরেই তাদের কেট কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

কালের আলো/ডিএস/এমএম