ছাদ খোলা বাসে ঋতুপর্ণার চোট, কপালে তিন সেলাই
প্রকাশিতঃ 7:52 pm | September 21, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলার বাঘিনীদের জয়যাত্রার মধ্যেই হঠাৎ করে দুঃসংবাদ। ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন যাত্রা করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে চোট পেয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চোটের ফলে কপালে তিনটি সেলাই লেগেছে তার। তবে এছাড়া বড় কোনো বিপদ হয়নি। আপাতত সুস্থই আছেন ঋতুপর্ণা।
কীভাবে হলো এমন ঘটনা, জানতে চাইলে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ হাসান বলেছেন, ‘খোলা ছাদের ওপরে অন্যদের সঙ্গে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা। তখন ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোণা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে। সে ভালো আছে।’
খোলা ছাদের বাসে আছেন বাফুফের অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋতুপর্ণা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতাল থেকে এখন বাফুফে ভবনের দিকে আসছে। তার আঘাত তেমন গুরুতর নয়।’
বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফের পথে রওনা দিলে ঘটে এই দুর্ঘটনা।
কালের আলো/এমএইচ/এসবি