শাকিব-মিমের ‘চুম্মা’ (ভিডিও)
প্রকাশিতঃ 11:02 am | January 29, 2018
শোবিজ ডেস্ক: এবার রাজনৈতিক নেতা হিসেবে রুপালি পর্দায় ফিরছেন চিত্রনায়ক শাকিব খান।
জানা যায়, আগামী ১৬ ফেব্রুয়ারি শাকিব খান অভিনীত ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পাচ্ছে। এদিকে, মুক্তির আগেই রোববার রাতে ছবির দ্বিতীয় গান রিলিজ পেল।
এসকে মুভিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত ‘চুম্মা’ নামের এই গানে শাকিব ও বিদ্যা সিনহা মিমকে যথারীতি পার্টি গানের স্টাইলেই দেখা গেছে। গানে কণ্ঠ দিয়েছেন, শ্রী প্রীতম, জেমি ইয়াসমিন। এছাড়াও র্যাপে কণ্ঠ দিয়েছেন বনি। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ ও কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
ভিডিও: