জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের এখতিয়ার : কাদের
প্রকাশিতঃ 1:02 pm | December 01, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতের এখতিয়ার। সামনে নির্বাচন। মাত্র ২৮ দিন বাকী আছে। এই মুহূর্তে জামায়াত কিংবা অন্য কোনো দলকে নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষে কিছু করা সম্ভব না।
শনিবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি এবং জামায়াতের সম্পর্ক একেবারেই আদর্শিক। তারা সারা বছর এক সঙ্গেই কাজ করে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে। তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।
‘আমাদের আশঙ্কা তারা নাশকতায় যায় কি-না? আগামী নির্বাচনে কিন্তু ভোট বিপ্লব হবে জগাখিচুড়ি জাতীয় ঐক্যফন্টের বিরুদ্ধে।’
কালের আলো/এনএল/এমএইচএ