তাবলীগ জামাতের সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ 3:50 pm | December 01, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আরিফ নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে টঙ্গীর ইজতেমা মাঠ আধা ঘণ্টার মধ্যে খালি করা হবে বলে জানিয়েছে র্যাব। এছাড়া ইজতেমা মাঠে কাউকে অবস্থান করতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষার এ বাহিনীর পক্ষ থেকে।
এর আগে জোড় ইজতেমায় অংশ নেয়াকে কেন্দ্র করে শনিবার সকালে টঙ্গী ইজতেমা ময়দান এলাকায় তাবলীগ জামাতের দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
কালের আলো/এমএইচএ