কঙ্গোতে স্থানীয়দের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা

প্রকাশিতঃ 9:30 pm | October 03, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

যুদ্ধ বিধ্বস্ত কঙ্গোতে শান্তি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে জাতিসংঘের অধীনে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানী-১৭ এর উদ্যোগে স্থানীয়দের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

স্থানীয় সময় সোমবার (০৩ অক্টোবর) বুনিয়া ইয়ুথ লিডার পার্লামেন্টের সদস্যসহ স্থানীয় মুক ও বধির স্কুলের ছাত্র/ছাত্রী এবং অন্যান্য সংস্থার সদস্যদের দুই মাসব্যাপী কম্পিউটার বিষয়ে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, BAN HQ SP & SIG COY/17 কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে কঙ্গোর যুব সম্প্রদায়ের সদস্যরা কম্পিউটার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ লাভ করবে। আধুনিক যুগে কম্পিউটার ছাড়া আমাদের প্রত্যাহিক কর্মকান্ড সম্পন্ন করা অসম্ভব। যুব সমপ্রদায় এ প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করে নিজেদের মানব সম্পদে পরিনত করতে পারবে।

নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি ও সংহতি রক্ষায় যুব সম্প্রদায় অগ্রণী ভুমিকা পালন করতে পারে। তারা যে কোন দেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করে নিজেদের ভাগ্য পরিবর্তনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের বেকার যুব সম্প্রদায়কে কম্পিউটার প্রশিক্ষণ করলে এদেশের বেকার সমস্যা সমাধানে তারা এগিযে যেতে পারবে। যুব সম্প্রদায়কে উন্নয়নমুলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলে দেশে দ্রুত শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব হবে।

নর্দান সেক্টর কমান্ডার আরও বলেন, সবাইকে এক সাথে এগিয়ে নিয়েই কঙ্গোতে শান্তি ও উন্নতি আনতে হবে। যুব সম্প্রদায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই তারা সম্মানজনক জীবন-যাপন করতে পারবে। এসব উদ্দেশ্য সামনে রেখে আমরা বুনিয়া এলাকার যুব সম্প্রদায়ের সদস্যদের নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা কঙ্গোতে শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সাহায্য করবে।

এ সময় নর্দান সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুহসিন আলম প্রশিক্ষণ গ্রহণকারী ছাত্রদের জন্য পরিচালিত ক্লাশ পরিদর্শন করেন এবং তাদের একাগ্রতা ও কর্মস্পৃহার প্রশংসা করেন। পরিশেষে, নর্দান সেক্টর কমান্ডার এই সকল প্রশিক্ষনার্থীদের একাগ্রতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করতে আহবান জানান ।

প্রসঙ্গত, ইতোমধ্যে ব্যান হেডকোয়ার্টার সাপোর্ট এন্ড সিগন্যাল কোম্পানী-১৭ কর্তৃক কয়েকটি কৃষি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইতুরি প্রদেশের বুনিয়া অঞ্চলের স্থানীয় জনগনকে কৃষি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ ধরণের উদ্যোগ এখানকার সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং শান্তিরক্ষী ও স্থানীয় জনগনের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ়তর হয়েছে। শান্তিরক্ষীদের প্রতি জনগনের ইতিবাচক মনোভাব তৈরীতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে।

কালের আলো/ডিবিএস/এমএম