মাশরাফির মনোনয়নপত্র বৈধ
প্রকাশিতঃ 2:35 pm | December 02, 2018
কালের আলো প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফির বিন মর্তুজার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা।
রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মনোনয়নপ্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন জেলা প্রশাসক ও নড়াইল জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরাসহ জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ।
নড়াইল-২ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। নড়াইল-২ আসনের মাশরাফিসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র সঠিক বলে ঘোষণা করা হয়েছে।
কালের আলো/এএস/এমএইচএ