মাহি বি.চৌধুরীর মনোনয়ন বৈধ
প্রকাশিতঃ 5:45 pm | December 02, 2018
কালের আলো প্রতিবেদক:
জাতীয় যুক্তফ্রন্ট নেতা ও বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বৈধ। ফলে তিনি নির্বাচন করতে পারছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আজ রোববার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সায়লা ফারজানা মাহীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।
মাহী মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন। শ্রীনগর ও সিরাজদিখান নিয়ে মুন্সীগঞ্জ-১ আসন।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে যাচাই-বাছাই শেষে মুন্সীগঞ্জের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের তালিকা প্রকাশ করা হয়।
মুন্সীগঞ্জ-১ আসনে মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী শেখ আবদুল্লাহর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির নোমান মিয়ার মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
মাহী বি চৌধুরী বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বি চৌধুরী এ আসন থেকেই নির্বাচন করতেন। এবার এই আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন মাহী। তিনি এ আসনের সাবেক এমপি।
কালের আলো/এএএফ/এমএইচএ