সময় টিভির ইউটিউব চ্যানেল সাইবার হামলার শিকার

প্রকাশিতঃ 2:41 pm | October 16, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল দখলে নিয়েছে হ্যাকাররা। প্রতিষ্ঠানটির পাঁচটি ইউটিউব চ্যানেলের মধ্যে চারটিই হ্যাকারদের হামলার শিকার হয়। চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সময় টিভির মূল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

সময় টিভির ইউটিউব চ্যানেলে গেলে দেখা যায়, হ্যাকাররা একটি ভিডিও আপলোড করে রেখেছে, যেখানে ৩৩’শ ইথেরিয়াম দাবি করা হয়েছে।

সময় টিভির সম্প্রচার বিভাগের প্রধান সালাউদ্দিন সেলিম বলেন, সময় টিভির ইউটিউব চ্যানেল একঘন্টা আগে সাইবার হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, চ্যানেলটি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কারিগরি কাজ চলছে, এরপরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে। চ্যানেলের নাম পরিবর্তন সহ অন্যান্য কারিগরি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সময় টিম।

কালের আলো/ডিএস/এমএম