বিএনপি নেতা আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিতঃ 5:18 pm | December 02, 2018

বিএনপি

কালের আলো প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জ থানায় নাশকতার দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ১৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার জেষ্ঠ্য বিচারিক হাকিম ফাইরুজ তাসনীম এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, আজ দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে দুই মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য কিন্তু আমানসহ ১৬৯ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। বিচারক সময়ের আবেদন নাকচ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাবুল আরো বলেন, আগামী ১৩ জানুয়ারি এ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা গেল কি না, এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটান অজ্ঞাত আসামিরা। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ।

পরবর্তী সময়ে, ২০১৮ সালের ১৮ নভেম্বর আমানউল্লাহ আমানসহ ১৬৯ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।

কালের আলো/এনএ/এমএইচএ