সেনাবাহিনী প্রধানের কৃতিত্বপূর্ণ কর্মময় জীবন ‘হল অব ফেইমে’
প্রকাশিতঃ 5:48 pm | December 02, 2018
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর হল অব ফেইম (Hall of Fame) এ অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
রোববার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারীতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মূলত এই অভিষেকের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ’র অসামান্য কৃতিত্বপূর্ণ কর্মময় জীবন, প্রতিকৃতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হল অব ফেইম এ সন্নিবেশিত করা হয়েছে।
আরো পড়ুন:
সেনাবাহিনী হবে প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সজ্জিত : লে: জে: মাহফুজুর রহমান
এদিন বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ ও কমিশন প্রাপ্ত যে সকল অফিসার স্ব-স্ব বাহিনীর সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন ও ভবিষ্যতে হবেন তাঁদের প্রতিকৃতিসহ কৃতিত্বপূর্ণ কর্মময় জীবনের উল্লেখযোগ্য তথ্য হল অব ফেইম এ সংযোজিত হবে।
এর মাধ্যমে একাডেমির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে যুক্ত হলো এক নতুনমাত্রা। বর্তমান সেনাবাহিনী প্রধানের অভিষেকের মাধ্যমে হল অব ফেইম এর শুভ উদ্বোধনও হয়।
আরো পড়ুন:
শহীদ লেফটেনান্ট বদিউজ্জামান বীর প্রতীকের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এরপর বাংলাদেশ মিলিটারী একাডেমির জাদুঘরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচ/এএ