শহীদ লেফটেনান্ট বদিউজ্জামান বীর প্রতীকের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিতঃ 5:51 pm | December 02, 2018

শহীদ লেঃ ইবনেফজল বদিউজ্জামান বীরপ্রতীক

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ লেঃ ইবনেফজল বদিউজ্জামান বীরপ্রতীক এর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদিনটি উপলক্ষে রোববার (০২ ডিসেম্বর) শহীদ লে: বদিউজ্জামান বীরপ্রতীক স্মৃতিসংসদ ও পাঠাগার-এর উদ্যোগে শহীদের নিজ বাড়ীতে এবং শহীদের কবর আখাউড়ায় কোরআনখানি ও দোয়া’র আয়োজন করা হয়।

রোববার (০২ ডিসেম্বর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ লেঃ ইবনেফজল বদিউজ্জামান বীরপ্রতীক ১৯৪৯ সনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন নাট গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সনের জানুয়ারী মাসে তিনি পাকিস্তানের মিলেটারী একাডেমি কাকুলে যোগদান করেন। তিনি ১৯৭১ এর জুন মাসে পাক বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিশ্বে দুইজন বাঙ্গালী অফিসারকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে সরাসরি চলে যান ভারতে। এবং দ্বিতীয় ইষ্টবেঙ্গল রেজিমেন্টের এস.এস. ফোর্সে যোগদান করেন। ১৯৭১ এর ৩রা ডিসেম্বর গভীর রাতে আখাউড়ায় সীমান্তবর্তী রামধন নগর গ্রাম এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ ভাগে থেকে নেতৃত্ব দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন।

সারা রাত যুদ্ধের পর সূর্য উঠার আগ মুহুর্তে পাক বাহিনীর আর্টিলারী সেল এসে পড়ে প্রতিভাবান তরুণ সাহসী মুক্তিযোদ্ধা লেঃ বদিউজ্জামানের ওপরে। মাতৃভূমির জন্য লড়ে রণাঙ্গণেই সকল সাথীদেরকে কাঁদিয়ে মুক্তিযাদ্ধা লেঃ বদিউজ্জামান শহীদ হন। পরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়।

কালের আলো/এমএইচ/এএ