মেয়াদের আগেই জেমি ডের সঙ্গে চুক্তি বাতিল, বাফুফেকে ফিফার জরিমানা
প্রকাশিতঃ 10:53 am | October 20, 2022
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বেশ কিছুদিন আগে জাতীয় দলের সাবেক কোচ জেমি ডের সঙ্গে চুক্তি বাতিল করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে তাঁকে ছাটাই করা হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি ফিফার কাছে অভিযোগ করেন। তাই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফেকে জরিমানা করে।
বিষয়টি স্বীকার করেছে বাফুফে। তবে জরিমানার পরিমাণ জানায়নি তারা। ধারণা করা হচ্ছে, মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে বাফুফেকে।
এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘জেমি ডে বেতন-ভাতা সম্পর্কে ফিফার কাছে আবেদন করে। তাই বাফুফেকে একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা দেওয়া কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে বাফুফের লিগ্যাল ডিপার্টমেন্ট কাজ করছে। তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
কালের আলো/বিএসবি/এমএম