ভোটারদের ভুয়া স্বাক্ষর দাখিল করায় মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের মনোনয়ন বাতিল
প্রকাশিতঃ 9:11 pm | December 02, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভোটারদের ভুয়া স্বাক্ষর সংযোজন করে কাগজপত্র দাখিল করায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খানের মনোনয়ন বাতিল করা করেছে।
রোববার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দিতে হয়। ত্রিশাল আসনের স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক খান ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, সেগুলো ভুয়া ও জাল স্বাক্ষর। একই সঙ্গে হলফনামায় নিজের স্বাক্ষর সংযুক্ত না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান বলেন, এখানে কোন ভুয়া স্বাক্ষর ছিলনা তবে স্বাক্ষরগুলো আমি নেইনি। আমি এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করব।
কালের আলো/ওএইচ