আওয়ামী লীগ-বিএনপির কার্যালয়ে যাচ্ছে কোটা আন্দোলনকারীরা
প্রকাশিতঃ 3:36 pm | December 03, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা রাজনৈতিক দলগুলোকে জানাতে ৪৫টি দাবি সম্বলিত একটি ইশতেহার তৈরি করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ‘তারুণ্যের ইশতেহার ভাবনা ২০১৮’ শীর্ষক এ ইশতেহারটি আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা বিকেল ৪টায় দেশের প্রধান দুই বিরোধী দল তথা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমাদের ইশতেহার তাদের কাছে পেশ করবো। এছাড়া অন্য সব রাজনৈতিক দলের কাছে আমাদের এ ইশতেহার পোঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
ইশতেহারে থাকা উল্লেখযোগ্য দাবিগুলো হলো:
১. তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার আনতে হবে।
২. চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে। সকলের জন্য অভিন্ন বয়সসীমা করতে হবে।
৩. চাকরির আবেদনের ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে।
৪. শিক্ষায় জিডিপির ৫ ভাগ বা জাতীয় বার্ষিক বাজেটের ২০ ভাগ বরাদ্দ দিতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।
৬. প্রশ্ন ফাঁসবিরোধী সেল গঠন করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বন্ধ করতে হবে।
৮. প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে
৯. বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ ভাগ গবেষণায় দিতে হবে। যার ৬ ভাগ শিক্ষকদের জন্য এবং ৪ ভাগ হবে ছাত্রদের জন্য।
১০. শিক্ষক নিয়োগে ৮০ ভাগ নম্বর লিখিত পরীক্ষায় এবং ২০ ভাগ নম্বর মৌখিক পরীক্ষায় রাখতে হবে।
এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনের সামনে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ অনুষ্ঠানে এ দাবিগুলো ঘোষণা করা হয়।
কালের আলো/এনএস/এমএইচএ