ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশিতঃ 6:41 pm | November 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এসময়ে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৩৭ জনে।

শনিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৭৮৮ জন নতুন রোগী চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৩৭৪ জন। বাকি ৪১৪ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোয়।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ৪২ হাজার ১৯৯। এর মধ্যে ৬৭ শতাংশ রোগী রাজধানী ঢাকার। বাকি ৩৩ শতাংশ রোগী ভর্তি হয়েছেন অন্যান্য জেলায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছিলেন, অধিকাংশ রোগীর মৃত্যু হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম তিন দিনের মধ্যে। এর কারণ, রোগীরা পরিস্থিতি বেশ খারাপ হওয়ার পর হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এ বছর ঢাকা শহরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। বাকি ৬৬ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন জেলায়। ঢাকার বাইরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কক্সবাজার জেলায়। এ বছরে দেশের উপকূলের এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালের আলো/ডিএস/এমএম