বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

প্রকাশিতঃ 8:54 pm | November 05, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে আসছে একের পর এক ইনজুরির দুঃসংবাদ। তবে এই খবর স্তব্ধ করে দিতে পারে দলটির যেকোনো সমর্থককে।

বিশ্বকাপের আগে ইনজুরির কারণে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। যদিও এতে বিশ্বকাপ নিয়ে কোনো অনিশ্চিয়তা নেই তার।

৩৬ বছর ধরে শিরোপা খরায় ভুগছে আলবিসেলেস্তেরা। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার এখনো হৃদয়ে তীরের মতো গেঁথে আছে আর্জেন্টাইন সমর্থকদের। এবারের বিশ্বকাপ রাঙাতে মরিয়া লিওনেল স্কালোনির শীর্ষরা।

তবে বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে দুশ্চিন্তায় আর্জেন্টাইন শিবির। পায়ের গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় পিএসজির হয়ে মাঠে নামছেন না মেসি। এক বিবৃতিতে ফরাসি ক্লাবটি জানিয়েছে, ‘মেসি এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি। ’

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা না থাকলেও তার চোট ভাবিয়ে তুলেছে আর্জেন্টাইন সমর্থকদের। চলতি মৌসুমে পিএসজির হয়ে ১২ গোল করেছেন মেসি। বিশ্বকাপের আগে এমন ছন্দে থাকা আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় সংবাদ। তবে ফুটবলের ক্ষুদে জাদুকরের ইনজুরি ভাবিয়ে তুলেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের।

কালের আলো/এসবি/এমএম