জৈবঅণুর ছবি এনে দিল রসায়নে নোবেল
প্রকাশিতঃ 12:12 pm | October 05, 2017
জৈবঅণুর ছবি ধারণ করার পদ্ধতি আবিষ্কার করে এবছর রসায়নে নোবেল পুরস্কার জয় করে নিয়েছেন তিন বিজ্ঞানী।
তারা হলেন- সুইজ্যারল্যান্ডের জ্যাকস ডাবোকেথে, জার্মানির জোয়াকিম ফ্রাঙ্ক ও স্কটল্যান্ডের রিচার্ড হেন্ডারসন।
বুধবার রয়েল সুইডিশ একাডেমি অফ সাইন্স এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
পুরস্কার হিসেবে তারা পাচ্ছেন ৯০ লাখ সুইডিশ ক্রোনার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯০ কোটি টাকা। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।
পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানী ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কোপ নামে এমন একটি প্রযুক্তির উন্নয়ন করেছেন যার ফলে জীবের অণুর গঠন পর্যবেক্ষণ প্রক্রিয়া সহজ হয়েছে। গবেষণায় আগে যে ফাঁক থেকে যেত তা পূরণে বিজ্ঞানীদের সাহায্য করছে ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কোপ। এর মাধ্যমে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক প্রোটিন থেকে জিকা ভাইরাসের ত্বক- সবকিছুর ছবি নেয়া সম্ভব হচ্ছে।
সুইডিশ একাডেমি অফ সাইন্স এক বিবৃতিতে জানায়, নতুন পদ্ধতিটি জৈবরসায়ন গবেষণাকে নতুন যুগে উন্নিত করেছে। এটি ব্যবহার করে গবেষকরা এখন জৈবঅণুকে হিমায়িত করা এবং তা দেখতে পাচ্ছেন, যা পূর্বে কখনো সম্ভব হয়নি। এই প্রক্রিয়াটি জীবের রসায়ন সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে এবং ওষুধ উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয়।