সৎ মায়ের ভূমিকায় রিটার্নিং কর্মকর্তারা : রিজভী

প্রকাশিতঃ 12:41 pm | December 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সরকার একতরফা নির্বাচনের নীলনকশা করছে, যা বাস্তবায়নে আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসাররা মূলত সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের ডেকে এনে বৈঠক করা হয়েছে। সেখানে তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা অনুসারে বিএনপিসহ বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র গণহারে বাতিল করা হয়েছে।’

অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্রে অসংখ্য ত্রুটি থাকা সত্ত্বেও এবং মিথ্যা তথ্য দেওয়ার পরও সেগুলো বাতিল করা হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

কালের আলো/এবিএম/এমএইচএ