আপিলকারীরা ন্যায়বিচার পাবেন: ইসি

প্রকাশিতঃ 2:18 pm | December 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, যারা নির্বাচন কমিশনে মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন, তাদের ব্যাপারে আমরা সজাগ আছি। যেহেতু এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা আইন অনুযায়ী তাদেরকে ন্যায়বিচারের ব্যবস্থা করবো। আমি বিশ্বাস করি আপিলকারীরা ন্যায়বিচার পাবেন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা আপিল করতে এলে অভিযোগ বুথের সামনে তাদেরকে তিনি একথা বলেন।

আপিল নিষ্পত্তির বিষয়ে ‘ব্যক্তিগত কোনো অভিমত আমার নেই’ জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা অবশ্যই ন্যায় বিচার প্রত্যাশী। তবে আমরা যা কিছুই করব, আইনানুগভাবে আমাদের করতে হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব আমরা অবশ্যই দেখাব না। প্রতিটি কেসের মেরিট আমরা দেখব এবং আমি মনে করি,নির্বাচন কমিশন সব ব্যাপারেই এখন নিরেপক্ষ ভূমিকা রাখবে।’

কালের আলো/এনএম/এমএইচএ