সিএমএইচে হিয়ারিং ইমপ্ল্যান্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
প্রকাশিতঃ 9:40 pm | November 13, 2022
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হিয়ারিং ইমপ্ল্যান্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ও সার্জিক্যাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল এ কে মুছা খান এবং বিশেষ অতিথি হিসেবে কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও কুইন্স এলিজাবেথ হাসপাতাল, বার্মিংহাম হতে আগত বিশেষজ্ঞ দল ও অন্যান্য সিএমএইচ হতে আগত বিশেষজ্ঞগণ এবং দেশের বেসামরিক হাসপাতাল হতে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, স্বল্প শ্রবণক্ষম ও বাক প্রতিবন্ধি সহস্রাধিক মানুষকে কানে শোনার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো স্বল্প শ্রবণক্ষম ও বাক প্রতিবন্ধি জনগোষ্ঠির শ্রবণশক্তি হারানো মানুষের রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী পুর্নবাসনের লক্ষ্যে অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি’র তত্ত্বাবধানে হিয়ারিং হেলথ কেয়ার অ্যালায়েন্স বিভিন্ন কর্মসূচী গ্রহণ করছে। সেই লক্ষ্যে গত ১২ নভেম্বর হতে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত কক্লিয়ার ইমপ্ল্যান্ট ওয়ার্কশপ সিএমএইচে চলমান রয়েছে।
ওয়ার্কশপে কুইন্স এলিজাবেথ হাসপাতাল বার্মিংহাম এর প্রফেসর রিচার্ড আরভিং এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষজ্ঞ দল হিয়ারিং ইমপ্ল্যান্ট এর উপর প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে সিএমএইচে ঢাকায় আগমন করেন। এ প্রেক্ষিতে গত ১২ নভেম্বর সিএমএইচে ১০ জন রোগীর লাইভ সার্জারী শুরু হয় যা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
প্রসঙ্গত, সিএমএইচ ঢাকা ও সিএমএইচ চট্টগ্রাম এর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সেন্টার যথাক্রমে ২০১৫ ও ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত দুটি সিএমএইচ এর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সেন্টারে সর্বমোট ৫৪৯টি সার্জারী সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সিএমএইচ ঢাকায় ৩২৬টি সার্জারী সফলভাবে সম্পন্ন হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম