ময়মনসিংহে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিতঃ 9:15 pm | December 04, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে রাব্বী (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) পৌনে সন্ধ্যা ৬টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি নগরীর আকুয়া নন্দীবাড়ি এলাকায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কে বা কারা গাঙ্গিনারপাড় এলাকায় ওই যুবককে গলায় ও গালে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে আশংকাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
কালের আলো/ওএইচ