ইলেক্টোরাল সদস্যদের সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে: সিইসি
প্রকাশিতঃ 11:27 am | December 05, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন নিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের যে দায়িত্ব রয়েছে, সেটা সুন্দরভাবে পালন করতে হবে। এছাড়া কমিশনের অর্পিত এ দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বুধবার (০৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা জানান।
এসময় তিনি ইলেক্টোরাল কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, ভোটগ্রহণের সময় ভোটারদের থেকে যেকোনো অভিযোগ আসলে, সেটা সুষ্ঠুভাবে দেখতে হবে আপনাদের। এছাড়া যে দায়িত্ব রয়েছে আপনাদের কাছে দেওয়া, সেটা পালনে সব সময় সজাগ থাকতে হবে। সেজন্য আপনাদের আরও সক্রিয় হওয়া জরুরি। আশা করি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা পাবে।